মাথাভাঙ্গা মনিটর: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে ৱ্যাঙ্কিঙে ৮৮ পয়েন্ট নিয়ে বর্তমানে অষ্টম স্থানে রয়েছে শ্রীলঙ্কা। দলটিকে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে হলে ২০ আগস্ট ভারতের বিপক্ষে শুরু হওয়া পাঁচ ওয়ানডে সিরিজে অন্তত দুই ম্যাচ জিততে হবে। দুই ম্যাচ জিতলে লঙ্কানদের পয়েন্ট হবে ৯০। এদিকে ৭৮ পয়েন্ট নিয়ে বর্তমানে নবম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয় দলের সামনে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি এবং ইংল্যান্ডের পাঁচটি ওয়ানডে রয়েছে। জেসন হোল্ডারের নেতৃত্বাধীন দলটি এ ছয় ম্যাচের সবকটিতে জিতলে তাদের পয়েন্ট হবে ৮৮। আগামী ৩০ সেপ্টম্বর পর্যন্ত র্যাঙ্কিঙের শীর্ষ সাতটিসহ স্বাগতিক ইংল্যান্ড আগামী বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে।
ভারতের বিপক্ষে শুরু হওয়া সিরিজে অন্তত দুই ওয়ানডে জিতলেই সারাসরি বিশ্বকাপ নিশ্চিত হবে শ্রীলঙ্কার। পক্ষান্তরে সামনের ছয়টি ম্যাচ জিতলে ভগ্নাংশে এগিয়ে থাকবে ওয়েস্ট ইন্ডিজ। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে ক্যারিবিয়রা হেরে গেলে, এমনকি ভারতের বিপক্ষে হোয়াউটওয়াশ হলেও সরাসরি খেলার সুযোগ থাকবে লঙ্কানদের।
গত মাসে নিজ মাঠে র্যাঙ্কিঙের ১১ নম্বরে থাকা জিম্বাবুয়ের কাছে ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে শ্রীলঙ্কা। এমনকি নিজ মাঠে নিজেদের শেষ ১০ ম্যাচের সাতটিতেই পরাজিত হয়েছে লঙ্কানদের। গত পাঁচ বছর যাবত ওয়েস্ট ইন্ডিজ দলের পারফরমেন্স মোটেও ভালো নয়। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে তাদের জয়ের গড় ২৭.২০ এবং রান রেট ৫.১০। যা কেবলমাত্র আফগানিস্তান, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের ওপরে।