জীবননগরের মিনাজপুর ও তিতুদহে পথসভা এবং গণসংযোগে বক্তারা
জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার মিনাজপুর বাজার ও তিতুদহ ইউনিয়নে আওয়ামী লীগ নেতা নজরুল মল্লিক পথসভা করেছেন। গতকাল বুধবার দিনভর তিনি গণসংযোগও করেন। পথসভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে চলেছে। দেশের সকল ক্ষেত্রে আজ উন্নয়ন ঘটছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে হলে আরও একবার নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য আহ্বান জানানো হয়।
আওয়ামী লীগ নেতা নজরুল মল্লিক গতকাল উপজেলা রায়পুর, হাসাদাহ বাজার, সুটিয়া, মিনাজপুর, গোয়ালপাড়া, আন্দুলবাড়িয়া, চাঁদপুর, বেগমপুর, হিজলগাড়ি, বড়সলুয়া, ছোটসলুয়া, তিতুদহ, খাড়াগোদা, গড়াইটুপি, বাষট্টি আড়িয়াতে গণসংযোগ ও মিনাজপুর এবং তিতুদহে পথসভায় করেন। পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, সাইদুর রহমান মাস্টার, আব্দুল খালেক মাস্টার, সোহরাব হোসেন বিশ্বাস ও সাজ্জাদ বিশ্বাস। এছাড়াও বক্তব্য রাখেন সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, মিজানুর রহমান নেনু, আন্দুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর মকলেচুর রহমান টজো, তৈয়ব আলী, শুকুর আলী, হিরণ, কালু, আব্দুর রহমান, উপজেলা যুবলীগ নেতা শামীম ফেরদৌস, কাজী সামসুর রহমান চঞ্চল, অ্যাড. আকিমুল ইসলাম ও ছাত্রলীগ নেতা চঞ্চল কুমার প্রমুখ।