মহেশপুর প্রতিনিধি: মহেশপুর উপজেলা পরিষদের হলরুমে নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে ২০ জন দরিদ নারীর মঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলামের সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী সেলিম চৌধুরী মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বানু, পৌর আ.লীগের সভাপতি অমল কুণ্ড। অনুষ্ঠানে নারী উন্নয়ন ফোরামের বরাদ্দের টাকা থেকে আত্ম নির্ভরশীল করার লক্ষ্যে ২০ জন দরিদ্র নারীর মাঝে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।