জীবননগর মনোহরপুর ইউনিয়নে মতবিনিময় অনুষ্ঠিত

 

জীবননগর ব্যুরো: বাল্যবিয়ে নিরোধ, ঈদে নির্দিষ্টস্থানে কোরবানির পশু জবাই, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জন্ম-মৃত্যু নিবন্ধন ও ইউনিয়নের বিভিন্নস্থানে বৃক্ষ রোপণ নিয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার মনোহরপুর ইউপির প্রশাসক উপজেলা পল্লি জীবিকায়ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা শামনুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউপি সচিব লিয়াকত আলীর পরিচালনায় মতবিনিময়সভায় আলোচনা করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ সদস্য মাহবুবুর রহমান ছট্টু, কেডিকে ইউপির প্রশাসক উপজেলা সমবায় অফিসার মোতাহার হোসেন, প্রেসক্লাব সভাপতি অনোয়ারুল কবির, আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেন খান, আশরাফ উদ্দিন, জেকের আলী, গোলাম রসুল ও সামসুল হক প্রমুখ। মতবিনিময়সভায় এ ইউনিয়নের মসজিদের ইমামগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক ও সুধীবৃন্দ অংশগ্রহণ করেন বলে জানা গেছে।