আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা রেল স্টেশনের মাদক সম্রাজ্ঞী মুন্নি ও তার দ্বিতীয় স্বামীসহ ৩ জনকে আটক করেছে। গতকাল বুধবার রাতে তাদের ৩ জনকে আটক করে নিয়ে আসে। এ সময় তাদের নিকট থেকে ৫০ গ্রাম গাঁজা ও ৬টি প্যাথোডিন উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, আবারও আলমডাঙ্গা রেল স্টেশনে চলছে মাদকের রমরমা ব্যবসা। আলমডাঙ্গা রেল স্টেশনের মাদক সম্রাজ্ঞী মুন্নিসহ বেশ কয়েকজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। গতকাল সন্ধ্যার পর আলমডাঙ্গা থানার এসআই টিপু সুলতান অভিযান চালিয়ে মাদক সম্রাজ্ঞী মুন্নি ও তার দ্বিতীয় স্বামী এরশাদপুর গ্রামের মন্টু কসাইয়ের ছেলে মনোয়ারকে আটক করেন। এ সময় এরশাদপুর গ্রামের মৃত হারেজ আলীর ছেলে মোহাম্মদ আলীকেও আটক করেন। তাদের নিকট থেকে ৫০ গ্রাম গাঁজা ও ৬ পিস প্যাথেডিন উদ্ধার করেন।
পুলিশ আও জানায়, কয়েট দিন আগে মাদক সম্রাজ্ঞী মুন্নির প্রথম স্বামী মাদক সম্রাট রেজাউলকে মাদকসহ আটক করে আদালতে প্রেরণ করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।