স্টাফ রিপোর্টার: জীবননগর থেকে সাংগঠনিক কাজ শেরে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা মীর মখলেছুর রহমান টজো (৪৮) গুরুতর আহত হয়েছেন। তিনি জীবননগর আন্দুলবাড়িয়া মীরপাড়ার বীর মুক্তিযোদ্ধা ও আন্দুলবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত আনোয়ার আলী পটলের একমাত্র ছেলে এবং আন্দুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। গতকাল সন্ধ্যায় তিনি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মীর মখলেছুর রহমান টজো গতকাল সন্ধ্যা ৬টার দিকে জীবননগরে সাংগঠনিক কাজ শেরে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে জীবননগর-চুয়াডাঙ্গা মহাসড়কের চুয়াডাঙ্গা বাসস্টান্ডের অদূরে পিচ্ছিল সড়কের ভাঙ্গাস্থানে আছড়ে পড়ে রক্তাক্ত আহত হয়েছেন। দুর্ঘটনায় তার ডান হাত ভেঙে যায় ও শরীরের বিভিন্নস্থানে আঘাত লাগে। জীবননগরের স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়েছেন।