আলমডাঙ্গা ব্যুরো: শৃঙ্খলাভঙ্গের দায়ে আলমডাঙ্গা প্রেসক্লাবের ৫ সদস্যকে বহিস্কার করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে প্রেসক্লাবের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহিত হয়।
আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজমের উপস্থাপনায় প্রেসক্লাবের এক জরুরিসভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি আতিয়ার রহমান মুকুল, মৌলভী আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক ফিরোজ ইফতেখার, যুগ্মসম্পাদক প্রশান্ত বিশ্বাস, সহসম্পাদক রুনু খন্দকার, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক জামিরুল ইসলাম, ধর্মীয় বিষয়ক সম্পাদক গোলাম রহমান চৌধুরী, মানবাধিকার সম্পাদক অনিক সাইফুল, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম রোকন, সমাজকল্যাণ সম্পাদক প্রশান্ত অধিকারী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আতিকুর রহমান বিশ্বাস, আইসিটি বিষয়ক সম্পাদক আতিকুর রহমান ফরাজী, নির্বাহী সদস্য শাহাবুল হক, এমদাদ হোসেন, মানোয়ার হোসেন, কেএ মান্নান, ডা. মোশারেফ হোসেন, সোহাগ আহমেদ, নাসির উদ্দিন, হেলাল মাহমুদ, রুবেল আহম্মেদ, খন্দকার সাল্লাহউদ্দিন, জাহাঙ্গীর আলম, সাজ্জাদুল ইসলাম স্বপন, গিয়াস উদ্দিন, সাইফুল ইসলাম উলু, সাকিব হাসান প্রমুখ।
সভায় প্রেসক্লাবের ৫ সদস্যের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ প্রমানিত হওয়ায় তাদেরকে বহিস্কার করার সিদ্ধান্ত গ্রহণ করা হলে সর্ব সম্মতিক্রমে তা গৃহীত হয়য়। বহিস্কৃতরা হলেন জামসিদুল হক মুনি, আনোয়ার হোসেন, শেখ শফিউজাজামান, সাজেদুল হক মনি ও কাইরুল মামুন।