কুষ্টিয়া প্রতিনিধি: যাত্রীবেশে গাড়িতে উঠে চালককে বেঁধে ব্যাটারিচালিত অটোবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাকিলাদহ-মালিহাদ ঈদগাঁ ও গোরস্তান নামক স্থানে সংঘটিত হয়। ছিনতাইয়ের শিকার ওই অটোচালকের নাম আলম (৩৫)। সে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের আজিজুল হকের ছেলে। জানা যায়, আলমডাঙ্গা থেকে ৬ জন যাত্রী পার্শ্ববর্তী মিরপুর উপজেলার কাকিলাদহে আসার কথা বলে আলমের গাড়িতে ওঠে। উল্লেখিত নির্জন স্থানে এলে যাত্রীবেশী ছিনতাইকারীরা আলমের হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে গাড়ি নিয়ে চলে যায়। পরে ওই রাস্তা দিয়ে মৎস্য শিকারীরা যাওয়ার সময় তাকে বাঁধা অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে। এ বিষয়ে সংশ্লিষ্ট কাকিলাদহ পুলিশ ক্যাম্পে একটি অভিযোগ দায়ের হয়েছে।