বেগমপুর প্রতিনিধি: বিয়ের দাবিতে ঢাকা কাওরান বাজার এলাকার দুই সন্তানের জননী মুন্নি বেগম ওরফে মুনি তিতুদহের বড়সলুয়া গ্রামের কাঁচামাল ব্যবসায়ী হালিমের বাড়িতে উঠেছেন। মুনির উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দিয়েছেন হালিম।
ঢাকা কাওরান বাজার এলাকার জয়নালের মেয়ে মুন্নি বেগম ওরফে মুনি অভিযোগ করে বলেন, কাঁচামাল বেচা-বিক্রির সুবাদে ২ বছর আগে পরিচয় ঘটে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বড়সলুয়া গ্রামের নুরুজ্জামনের ছেলে হালিমের সাথে। সেই থেকে হালিম ঢাকায় আমার বাসাতে যাওয়া আসা এবং বিয়ের মিথ্যা প্রতিশ্রুতিতে স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক গড়ে তোলেন। ব্যবসার কথা বলে বেশ কিছু টাকাও হাতিয়ে নেন হালিম। বিয়ের কথা বলেলে আজ না কাল করে সময় ক্ষেপণ করে হালিম। মোবাইলে যোগাযোগ করা হলে হালিম তার বাড়িতে আসার কথা বলেন। তার কথামতো গতকাল ঢাকা থেকে এখানে এসেছি। এখন আমার উপস্থিতি টের পেয়ে সটকে পড়েছেন। আমি ন্যায় বিচার না পেলে আইনের আশ্রয় নেবো। এ ব্যাপারে হালিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে বাড়িতে পাওয়া যায়নি।