প্রথম এশিয়ান হিসেবে মালিকের রেকর্ড

 

মাথাভাঙ্গা মনিটর: এশিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৭ হাজার রান পূর্ণ করলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক। তবে বিশ্বের সপ্তম খেলোয়াড় হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। বর্তমানে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলছেন মালিক। টুর্নামেন্টের ১২তম ম্যাচে গত রাতে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৫টি চারে ৩৮ বলে ৫১ রান করেন তিনি। এমন ইনিংস খেলার পথে ক্যারিয়ারের ৭ হাজার রান পূর্ণ করেন মালিক।

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে এখন পর্যন্ত ২৭৫ ম্যাচের ২৫৯ ইনিংসে মোট ৭০০১ রান করেছেন মালিক। ৪৩টি হাফ-সেঞ্চুরি করলেও কোনো সেঞ্চুরি পাননি তিনি। এই ফরম্যাটে তার ব্যাটিং গড়-৩৭ দশমিক শুন্য চার। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ৩শ’ ম্যাচে ১০২৫২ রান করেন। এরপরই আছেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম। তার রান ৮০২৩। ৭৫৬২ রান নিয়ে তৃতীয়স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নার।