চুয়াডাঙ্গা শহর ফাঁড়ি পুলিশের মাদকবিরোধী অভিযান
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরতলি দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার চিহ্নিত গাঁজা বিক্রেতা নাসির উদ্দীন ও তার খোদ্দের সাতগাড়ির আজিজুলকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার সকাল ৮টার দিকে শহর ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ক্রেতা-বিক্রেতাকে গ্রেফতার করে। বিক্রেতার নিকট থেকে উদ্ধার করা হয় ৪২ ও ক্রেতার নিকট থেকে উদ্ধার করা হয়েছে ৩ পুরিয়া গাঁজা।
পুলিশ বলেছে, দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার মৃত বদর উদ্দীনের ছেলে নাসির উদ্দীন (৫০) দীর্ঘদিন ধরে নিজ বাড়িতেই গাঁজার আখড়া বসান। গাঁজা বিক্রি করেন। গোপনে এ অভিযোগ পেয়ে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। নাসির উদ্দীনকে ৪২ পুরিয়া ও ক্রেতা আজিজুল হককে ৩ পুরিয়া গাঁজাসহ আটক করে সদর থানায় মামলাসহ হস্তান্তর করেন।