সৌদি আরবে ৩১ হজযাত্রীর মৃত্যু

 

মাথাভাঙ্গা মনিটর: সৌদি আরবে গত রোববারে ৩১ বিদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ কোনো তথ্য প্রকাশ করেনি। সৌদি প্রেসের খবরে বলা হয়েছে, হজযাত্রীদের মৃত্যুর বিষয়ে সৌদি কোনো তথ্য প্রকাশ করেনি। নিহতরা সবাই বিদেশি বলে খবরে উল্লেখ করা হলেও তারা কোন দেশের তা নিশ্চিত করা হয়নি। গত শনিবার পর্যন্ত ৬ লাখ ২০ হাজার হজযাত্রী সৌদি আরবের রাজধানীতে পদার্পণ করেন। এর আগে ২০১৫ সালে হজে পদপিষ্ট হয়ে ৭৬৯ জন নিহত হন।