আলমডাঙ্গা ব্যুরো: জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসে সেবা নিতে আসা আগন্তকদের জন্য বিশ্রামঘর নির্মাণকাজ উদ্বোধন করেছেন। গতকাল সোমবার দুপুরে তিনি ভূমি অফিসের এই বিশ্রামঘর নির্মাণকাজ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে ভূমি অফিস চত্বরে বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী অফিসের সিএ ফয়জুল হক, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মাজেদুল ইসলাম, নাজির সোহেল রানা, প্রধান সহকারী (ভারপ্রাপ্ত) আসমান আলী, অফিস সহকারী আশরাফ আলী, অফিস স্টাফ তরিকুল ইসলাম, ফারুকসহ সকল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ।