স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নির্বাচনী পর্যালোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের আহ্বায়ক অ্যাড. আব্দুল ওহাব মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা হয়। সভায় বক্ত্যব রাখেন আইনজীবী সমিতির সভাপতি প্রার্থী মুন্সি মো. শাহজাহান মুকুল, সাধারণ সম্পাদক প্রার্থী সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম, মোসলেম উদ্দিন, জোয়াদ আলী, মারুফ সরোয়ার বাবু ও সৈয়দ হেদায়েত হোসেন আসলাম। সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল বিজয়ের বিষয়ে সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সিনিয়র ও নবীন আইনজীবীরা উপস্থিত ছিলেন। আগামী ২৯ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১৬৭ জন ভোটার ভোটধিকার প্রয়োগের কথা রয়েছে।