স্টাফ রিপোর্টার: সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ। বলেছেন এরশাদ জাতীয় পার্টির জন্মদাতা নন। তিনি অন্য কোনো কিছুর পিতৃত্বের দাবি করতে পারেন। জাতীয় পার্টির না। আর তার জাতীয় পার্টিতে আমি নেই। সত্যিকারের জাতীয় পার্টিতে আছি। তিনি বলেন, ১৯৮৬ সালের ১ জানুয়ারি জাতীয় পার্টির জন্ম হয়। ওই সময় হুসেইন মুহম্মদ এরশাদ প্রধান সামরিক আইন প্রশাসক ছিলেন। একজন সেনাশাসক সরকারি কর্মকর্তা একটি পার্টির জন্মদাতা হতে পারেন না। জাতীয় পার্টির পিতৃত্বের দাবি করতে পারি আমি। পিতৃত্বের দাবি করতে পারেন শামসুল হুদা চৌধুরী, ডা. এমএ মতিন, মিজানুর রহমান চৌধুরী, শাহ মোয়াজ্জেম হোসেন, আনোয়ার জাহিদ, সিরাজুল হোসেন খান ও মোস্তফা জামাল হায়দার। কাজী জাফর বলেন, এরশাদ সাহেব একটি সাক্ষাৎকারে প্রশ্ন রেখেছেন আমাকে নিয়ে। বলেছেন, আমি কে? তিনি জাপা’র জন্মদাতা। তার এ ধরনের বক্তব্য আমাকে উত্তেজিত করেছে। অথচ তিনিই আমাকে তিনবার দেখতে এসেছেন হাসপাতালে। চিকিৎসার বিল দিতে চেয়েছেন। আমার একান্ত সহকারী মোস্তফার মাধ্যমে প্রস্তাব দিয়েছেন। আমি তার কোনো সহযোগিতা প্রয়োজন নেই বলে জানিয়ে দিয়েছি। কারণ এরশাদ সাহেব বিশ্বাস ভঙ্গ করেছেন। আমার স্বপ্ন ভেঙে গেছে। তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের ত্যাগ তিতিক্ষা, বঞ্চনা, নিপীড়নের কোনো মূল্য দেননি। প্রেসিডিয়ামের সাথে কোনো আলোচনা না করেই একা সিদ্ধান্ত নিয়েছেন।