মেহেরপুর অফিস: মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে মেহেরপুর সদর উপজেলার ব্র্যাক অফিসের সামনে ছিনতাইকারীদের হাত থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন মেহেরপুর জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাবেক কার্যকরী সভাপতি নজরুল ইসলাম (নজু) ড্রাইভার। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি মোটরসাইকেলযোগে সঙ্গী লাল্টু ও পটলকে নিয়ে মেহেরপুর শহর থেকে চাঁদবিলের কাছে অবস্থিত অয়ন ফিলিং স্টেশনে যাচ্ছিলেন। ওই সময় ব্র্যাক অফিসের সামনে সশস্ত্র ৪ সন্ত্রাসী তাদের মোটরসাইকেলের গতিরোধ করার চেষ্টা করে ব্যর্থ হয়। ওই সময় তারা বাঁশের লাঠি দিয়ে তাদের আঘাত করলে নজরুল ইসলাম (নজু) ড্রাইভার আহত হন। একই সময় ছিনতাইকারীরা তাদের লক্ষ্য করে দা ছুঁড়ে মারলে নজু ড্রাইভার অল্পের জন্য রক্ষা পান। তারা মোটরসাইকেল না থামিয়ে দ্রুতগতিতে ঘটনাস্থল ত্যাগ করেন। ওই সময় তার প্যান্টের একটি অংশ কেটে যায়। পরে তিনি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।