স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ এসএমসির (বিদ্যালয় পরিচালনা কমিটি) সভাপতি হলেন হাবিল হোসেন জোয়ার্দ্দার। জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত বাছাই কমিটি তাকে এ মনোনয়ন দেয়। এবার তিনি খুলনা বিভাগীয় পর্যায়ে চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ সভাপতি হিসেবে বিভাগীয় কমিশনারের মনোনয়ন বোর্ডের মুখোমুখি হবেন। এর আগে তিনি পৌরসভা ও উপজেলা পর্যায়ে নির্বাচক ম-লীর মনোনয়নে নিবাচিত হন। হাবিল হোসেন চুয়াডাঙ্গা শহরের ঝিনুক বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি একজন সফল ব্যবসায়ী। সামাজিক সংগঠক, ক্রীড়া ও রাজনৈতিক ব্যতিত্ব। উচ্চশিক্ষিত মেধাবী কর্মঠ হাবিল জোয়ার্দ্দার ১৯৭৬ সালে ভি.জে উচ্চ বিদ্যালয় হতে এসএসসি, ১৯৭৮ সালে চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে এইচএসসি ও ১৯৮২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকত্তোর ডিগ্রি লাভ করেন। লেখাপড়া শেষে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকে সহকারী পরিদর্শক হিসেবে যোগদান করেন। সেখানে মনোনীবেশ করতে না পরে চাকরি ছেড়ে তেলপাম্প ব্যবসা শুরু করেন। বর্তমানে তিনি শুধু বিশিষ্ট তেলপাম্প ব্যবসায়ী নন। চুয়াডাঙ্গা জেলা পেট্রোল পাম্প ও ট্যাংকলরী মালিক সমিতির সভাপতি এবং একই প্রতিষ্ঠানের খুলনা বিভাগীয় নিবাহী সদস্য। চুয়াডাঙ্গা মালিক শ্রমিক ঐক্য পরিষদ ও রেল বাজার জামে মসজিদের সহসভাপতি। এছাড়া বাংলাদেশ দোকান মালিক সমিতি, চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট, ডায়বেটিকস হাসপাতাল, চক্ষু হাসপাতাল, শিল্পকলা একাডেমী এবং সাহিত্য পরিষদের আজীবন সদস্য। ক্রীড়া অঙ্গনেও রয়েছে তার অনেক অবদান। ক্রিকেট, ব্যাডমিন্টন ও টেনিসের ওপর তার ভাল দখল রয়েছে। তবে পিছিয়ে নেই রাজনৈতিক অঙ্গনেও। তিনি চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক। ছাত্রজীবন থেকেই যুক্ত হন এই সংগঠনের সাথে। ১৯৭৮ সালে ছাত্রলীগ প্যানেল থেকে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক নির্বাচিত হন। এখন পর্যন্ত অতি সুনামের সাথে ব্যবসা, রাজনীতি ও ক্রীড়া সেক্টরে নিজেকে আগলে রেখেছেন। সদালোপী মিষ্টিভাষী হাবিল হোসেন ঝিনুক বিদ্যালয়ের সভাপতি হওয়ার পর থেকে বিভিন্ন কর্মকা-ে নিজেকে সম্পৃক্ত করছেন। কখনও আর্থিকভাবে। কখনও মেধা ও শ্রম দিয়ে। ইতোমধ্যে তিনি বিদ্যালয়ে মিড ডে মিল চালু, ফুল বাগান তৈরি, অপারগ শিশুদের ড্রেস তৈরি, ক্রীড়া সামগ্রী সরবরাহ, মূল বিদ্যালয় থেকে ওয়াশ ব্লক পর্যন্ত নতুন প্রায় একশ ফুট রাস্ত তৈরি কাজ শুরুসহ বিদ্যালয়ের লেখাপড়ার বিষয়ে নিয়মিত মনিটরিং করেন। এদিকে হাবিল জোয়ার্দ্দার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ায় ঝিনুক বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিবার প্রধান শেফালী খাতুন ও সহকারী শিক্ষকবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। এদিকে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির জেলা আহ্বায়ক আব্দুস সালাম ও প্রধান শিক্ষক সমিতির সদর উপজেলা সভাপতি ইকলাস হোসেন মন্টু এক বিবৃতিতে শুভেচ্ছাসহ সাফল্য কামনা করেছেন।