গাংনীতে মাদক পাচারকারীসহ আটক ১৫ ॥ গাঁজা ও ফেনসিডিল উদ্ধার গাংনীতে মাদক পাচারকারীসহ আটক ১৫ ॥ গাঁজা ও ফেনসিডিল উদ্ধার 

 

 

গাংনী প্রতিনিধি: মাদক পাচারকারী, মাদকসেবী ও ওয়ারেন্টিসহ ১৫ জনকে গ্রেফতার করেছে মেহেরপুর গাংনী থানা পুলিশ। এ সময় তিন কেজি ১৫০ গ্রাম গাঁজা ও ২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পুলিশের পৃথক পৃথক দল মঙ্গলবার দিবাগত রাত ও বুধবার সকালে এ অভিযান চালায়।  গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার রাতে এ উপজেলার পলাশীপাড়ার মাদকব্যবসায়ী ফয়সালের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ফয়সাল পালিয়ে গেলেও তার শয়নকক্ষ তল্লাশি চালিয়ে পাওয়া যায় তিন কেজি গাঁজা। গাঁজার রাখার দায়ে ফয়সালের নামে মামলা দায়ের করেছে পুলিশ। এদিকে রাত সাড়ে নয়টার দিকে গোপালনগর মাঠের মধ্যে গাঁজা সেবনকালে তিনজনকে গ্রেফতার করা হয়। এদের কাছ থেকে জব্দ করা হয় ১৫০ গ্রাম গাঁজা। গ্রেফতারকৃতরা হচ্ছে- গোপালনগরের মিলন (২৪), আব্দুল গণি (২৩) ও বিদ্যুত (২১)।  অপরদিকে বুধবার সকাল সোয়া নয়টার দিকে বাওট বাজার থেকে ২০ বোতল ফেনসিডিলসহ কুষ্টিয়া চৌড়হাস এলাকার আল আমিন (২৪) ও রিপন (২৬) নামের দু মাদক পাচারকারীকে গ্রেফতার করে বামন্দি ক্যাম্প পুলিশ। এছাড়াও বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১০ আসামিকে আটক করা হয়েছে।