দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ায় দৌলতপুর উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন চল্লিশপাড়া এলাকা থেকে ফারুক (৩২) নামে এক বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে বিএসএফ। সে পার্শ্ববর্তী ভাগজোত তালতলা গ্রামের ইনসান আলীর ছেলে। বিজিবির ৩২ ব্যাটালিয়নের ইনসাফনগর ক্যাম্পের কমান্ডার আমিনুল জানান, গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফারুক ১৫৭/১৩ আরএস সীমানা পিলার সংলগ্ন রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া নামক স্থানে মাথাভাঙ্গা নদীতে মাছ ধরছিলো। এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার জলঙ্গী ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। গতকাল মঙ্গলবার সকালে বিজিবি ফারুককে ফেরত চেয়ে পত্র দিলেও বিএসএফ কোনো সাড়া দেয়নি।