স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন পুরনো পাঁচ উপদেষ্টা। এরা হলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম, অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, শিক্ষা বিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ ও স্বাস্থ্য বিষয়ক সৈয়দ মোদাচ্ছের আলী। পদত্যাগপত্র জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে গতকাল মঙ্গলবার ওই পাঁচ উপদেষ্টা পদত্যাগপত্র জমা দিয়েছেন। পরে প্রধানমন্ত্রী তা গ্রহণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন। সূত্র জানায়, বর্তমান মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করলেও উপদেষ্টারা পদত্যাগ করেননি। ইতোমধ্যে ২৮ সদস্যের অন্তর্বর্তী মন্ত্রিসভা গঠনক করেছেন প্রধানমন্ত্রী। এ মন্ত্রিসভায় নতুন করে ৪ জনকে উপদেষ্টা নিয়োগ দেয়া হয়। এ নিয়ে পত্রপত্রিকায় সমালোচনা হলে প্রধানমন্ত্রী সোমবার সাত উপদেষ্টাকে পদত্যাগের নির্দেশ দেন। এর প্রেক্ষিতে মঙ্গলবার পাঁচজন উপদেষ্টা পদত্যাগ করেন। দু-একদিনের মধ্যে আরো দু উপদেষ্টার পদত্যাগের কথা রয়েছে।