খবর: (প্রশ্নপত্র ফাঁস : শিক্ষামন্ত্রী বললেন জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে)
পড়াশোনার ঘাড়ে এবার ভূতে চেপেছে
মিনিস্টারের মাথায় বুঝি জুত চেপেছে
নির্বাচনের মধুর হাওয়া বইছে
সব জ্বালাতন আরাম দিয়ে সইছে।
পরীক্ষা কী? প্রশ্ন সবই ফাঁস হয়েছে
এ যেন গো জাতির ঘাড়ে বাঁশ হয়েছে
কওতো বাপু ভাল্লাগে কি ফাঁস হওয়া
পরিস্থিতি কেন এমন গা সওয়া?
ভোটের হাওয়ায় চারিদিকে ঝড় উঠেছে
ঝড়ের তোড়ে খেড়োঘরের খড় উঠেছে
পরীক্ষা যা হচ্ছে তাতে মাথায় বাজ
শিক্ষা বিভাগ এক্কেবারেই ফাঁকিবাজ!
-আহাদ আলী মোল্লা