স্টাফ রিপোর্টার: দেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্দুল জব্বারকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে। গত মঙ্গলবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ তাকে আইসিইউ-২ এ স্থানান্তর করে। অ্যানেসথেসিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. দেবব্রত বণিক বলেন, শিল্পী আব্দুল জব্বারের ম্যাসিভ রেইনাল ফেইলিউর (কিডনি পুরোপুরি অকার্যকর) হয়েছে। ওনার ব্লাডপ্রেসারও উঠানামা করছে। যে কারণে ডায়ালাইসিস করা সম্ভব হচ্ছে না। তার শ্বাস-প্রশ্বাসেও সমস্যা হচ্ছে। সামগ্রিকভাবে অবস্থা খারাপ। তবে এখনো লাইফ সাপোর্টে নেয়া হয়নি। কালজয়ী এ শিল্পী গত আড়াই মাস ধরে বিএসএমএমইউ-তে চিকিত্সাধীন রয়েছেন। তিনি কিডনি, হার্ট, প্রস্টেটসহ নানা জটিলতায় আক্রান্ত। ‘জয় বাংলা বাংলার জয়’, ‘সালাম সালাম হাজার সালাম’, ‘ওরে নীল দরিয়া’, ‘তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়’সহ অসংখ্য গানের গায়ক আব্দুল জব্বার স্বাধীনতাযুদ্ধের সময় হারমোনিয়াম নিয়ে কোলকাতার বিভিন্ন ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের গান গেয়ে উদ্বুদ্ধ করেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গেয়েছেন অসংখ্য গান। তার গান মুক্তিযোদ্ধাদের প্রেরণা ও মনোবল বাড়িয়েছে।