সভাপতি হাবিবুরসহ ৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৪ আগস্ট বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরের বিএডিসি হলরুমে ভোটগ্রহণ করা হবে। নির্বাচনকে সামনে রেখে ৭ পদের বিপরীতে মোট ১২ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। সভাপতি পদে বর্তমান সভাপতি হাবিবুর রহমান, সহসভাপতি পদে মোজাম্মেল শিশির, কোষাধ্যক্ষ পদে মিরাজুল ইসলাম মিরাজ এবং দফতর সম্পাদক পদে মাহবুবুর রহমান মনির বিরুদ্ধে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সকলেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে সাংবাদিক বখতিয়ার হোসেন বকুল এবং এম নুরুন্নবী, সহসাধারণ সম্পাদক পদে শরীফ উদ্দীন এবং ফয়সাল বীন তানজিল, ক্রীড়া সম্পাদক পদে এসএম সুজন এবং মেহেদি হাসান মিলন ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন। এছাড়া কার্য নির্বাহী সদস্য পদে হাফিজুর রহমান কাজল এবং শামসুজ্জোহা পলাশ এ দুজনও বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। এদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী সাংবাদিক বখতিয়ার হোসেন বকুল এবং এম নুরুন্নবী এ দু প্রার্থীর মধ্যে কে হচ্ছেন পরবর্তী সাধারণ সম্পাদক এলাকাবাসীর মধ্যে তা নিয়েই শুরু হয়েছে জল্পনা-কল্পনা। উল্লেখ্য, দামুড়হুদা প্রেসক্লাবটি ১৯৮১ সালে গঠিত হয়।