আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা স্টেশনপাড়ার চুরির ঘটনায় চোর রেজাউলসহ ৬জনকে আটক করেছে পুলিশ। গত সোমবার তাদের আটকের পর তাদের কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গার রেলস্টেশনপাড়ার মায়ার বাড়িতে গত ঈদের আগের দিন রাতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়। অভিযোগের ভিত্তিতে থানার এসআই টিপু সুলতান তদন্ত করে চুয়াডাঙ্গার সাতগাড়ির মৃত হাসমত আলীর ছেলে রেজাউলকে আটক করেন। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদে সে রুপার ১০ ভরি গয়নার কথা স্বীকার করে। এক পর্যায়ে সে তার বেশ কয়েক সহযোগীর নাম জানায়। রেজাউলের দেয়া তথ্যের ভিত্তিতে আলমডাঙ্গার স্টেশনপাড়ার মৃত জলিল উদ্দিনের ছেলে রুবেল, আসাননগর গ্রামের মৃত আনছার আলীর ছেলে সাইফুল, হাউসপুর গ্রামের নেকবার আলীর স্ত্রী জাহারা, জাহারার ছেলে জাহিদ হোসেনের স্ত্রী বিউটি খাতুন ও ওহিদুল ইসলামের স্ত্রী কল্পনা খাতুনকে আটক করা হয়। আটকের পর ৩ নারীর বাড়ি থেকে চুরি যাওয়া শাড়ি উদ্ধার হয়। এ ছাড়াও সাইফুল ও রুবেলের বাড়ি থেকে বাইসাইকেল ও মোবাইলফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এরা একটি সংঘবদ্ধ চোরচক্র। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।