স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ডিপ্লোমা ইন-ইঞ্জিরিয়ারিঙের অরিয়েন্টেশন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনাসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মাসরেকুল ইসলাম। অতিথি ছিলেন চিফ ইন্সট্রাক্টর (ওয়েল্ডিং) রওশন আলী বিশ্বাস, চিফ ইন্সট্রাক্টর (অটোমোটিভ) আজিজুল হক, চিফ ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল) ইমরুল কাদির, চিফ ইন্সট্রাক্টর (ফার্ম) আনোয়ারুল ইসলাম ও ইন্সট্রাক্টর (গণিত) কাজী আবু সাঈদ নাসমুস সাদাৎ।
এসময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মাসরেকুল ইসলাম কারিগরি শিক্ষার গুরুত্বারোপ করে বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় কারিগরি শিক্ষার গুরুত্ব সহজেই অনুমেয়। সর্বোপরি কারিগরি শিক্ষা ছাড়া অধিক জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করা অসম্ভব। অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী বলতে স্বনির্ভর অর্থনীতি, যার অর্থ কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ অন্যান্য অভ্যন্তরীণ বিষয়ে উপযুক্ত বিজ্ঞানসম্মত আধুনিক নিজস্ব প্রযুক্তি সম্বলিত উন্নয়ন আবশ্যক, তার ধারাবাহিকতা এবং মাধ্যম হল কারিগরি শিক্ষা। বিশ্বের উন্নত দেশের সাথে প্রতিযোগিতায় নিজেকে দক্ষভাবে গড়ে তুলতে হলে এবং দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করতে হলে কারিগরি শিক্ষার বিকল্প নাই।