নতুন করে জন্মসনদ নেয়ার দায় গ্রহীতাকেই নিতে হবে
স্টাফ রিপোর্টার: প্রথমে একরকম তথ্য দিয়ে সন্তানের জন্ম সনদ রেজিস্ট্রেশনভুক্ত তথা নিবন্ধন করানোর পর এখন অনেকেই তা সংশোধনের জন্য আবেদন করছেন। ইন্টারনেটে সংযুক্ত করার পর কোনো প্রকারের সংশোধন, সংযোজেন সম্ভব নয়। এ তথ্য চুয়াডাঙ্গা পৌরসভা থেকে জানানোর পর অনেকেই নামের হেরফের করে নতুন করে জন্ম সনদ করছেন। এ জন্য চুয়াডাঙ্গা পৌরসভা কোনো প্রকারের দায়ী থাকবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
চুয়াডাঙ্গা পৌরসভা বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০০৭ সাল থেকে চুয়াডাঙ্গা পৌরসভায় জন্ম নিবন্ধন কাজ শুরু হয়। জন্ম নিবন্ধন তথ্য শতকারা ৮০ ভাগ ইতোমধ্যে ইন্টারনেটে সংযুক্ত করা হয়েছে। বর্তমানে অবিশষ্ঠ তথ্য ইন্টারনেটে সংযুক্তির কাজ চলছে। ফলে নিবন্ধিত তথ্য সংশোধন, পরিবর্তনের আপাতত কোন সুযোগ নেই। অথচ পৌরসভার নাগরিকগণ ছেলে মেয়েদের ভর্তি সংক্রান্ত বিষয়ে পূর্বে নিবন্ধিত তথ্য বিশেষ করে জন্ম তারিখ সংশোধন পরিবর্তনের জন্য পৌরসভা অফিসে আবেদন করছেন। আবেদনের প্রেক্ষিতে বর্তমানে সংশোধন বা পরিবর্তনের সুযোগ নেই। এর পর যারা নিজ ইচ্ছায় সংশোধন পরিবর্তন করাচ্ছে তাদের সংশোধিত/পরিবর্তিত তথ্যের সাথে পূর্বের কোন মিল থাকবে না। এ জন্য অত্র পৌরসভা কোন প্রকারের দায়ী থাকবে না। যারা নিচ ইচ্ছায় সংশোধন পরিবর্তনের জন্য তথ্য বদলাচ্ছেন তথ্য বিভ্রান্তির জন্য তারই দায়ি থাকবে।