স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় একটি অপহরণ মামলায় এক নারীসহ চারজনকে কারাদ- দেয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে আসামিদের উপস্থিতিতে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। দ-িতরা হলেন আলমডাঙ্গা কেদারনগর গ্রামের মৃত অয়েন আলীর ছেলে ডালিম হোসেন, মৃত শাকের আলীর ছেলে আসাদুল ইসলাম, ডালিম হোসেনের স্ত্রী আয়েশা খাতুন ও চুয়াডাঙ্গা সদর উপজেলার মোর্তুজাপুর গ্রামের আবদুর রহিমের ছেলে শিমুল হোসেন।
আদালতসূত্রে জানা গেছে, ২০১৪ সালে মুক্তিপণের দাবিতে সদর উপজেলার মোর্তুজাপুরের আব্দুর রাজ্জাকের ভাতিজা যুবক সাগরকে অপহরণ করে দুষ্কৃতীরা। পরে চারজন অপহরকসহ অপহৃতকে উদ্ধার করে পুলিশ। আবদুর রাজ্জাক বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। ২০১৫ সালের ৯ মার্চ সদর থানার এসআই আমির আব্বাস মামলার চার আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। মামলায় ১১ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার বিকেলে এক জনাকীর্ণ আদালতে রায় ঘোষিত হয়। আসামিরা দোষী সাব্যস্ত হওয়ায় শিমুল ও ডালিমকে ১০ বছর এবং আসাদুল ও আয়েশাকে ৭ বছর করে কারাদ- দেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৪ মাস করে কারাদ-ের আদেশ দেয়া হয়।