স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ.স.ম হান্নান শাহকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার রাত ৯টার দিকে রাজধানীর গুলশান এলাকার জাপান দূতাবাসের সামনে থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের ডিসি (মিডিয়া) মো. মাসুদুর রহমান। পুলিশ জানায়, শাদা পোশাকের গোয়েন্দা সদস্যরা তাকে গাড়িতে তুলে সরাসরি মিন্টো রোডস্থ গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যান। সেখানে গোয়েন্দা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার রুমে বসিয়ে রাখা হয়। কেন তাকে আটক করা হয়েছে সে বিষয়ে জানাতে পারেননি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ’র গ্রেফতারের প্রতিবাদে গাজীপুর জেলা বিএনপি আগামী বৃহস্পতিবার গাজীপুরে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে। গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সোমবার রাত সাড়ে ৯টার দিকে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।