স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলশান থানাধীন বাড্ডা এলাকায় নিজ বাসায় র্যাম্প মডেল রিসিলা বিনতে ওয়াজের আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার দুপুরে রিসিলাকে তার পরিবারের সদস্যরা ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে দুপুর আড়াইটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুলশান থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, রিসিলা কী কারণে আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি। রিসিলার লাশ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।