প্রথমবার আমি সিঙ্গেল, বেশ এনজয় করছি : রণবীর

 

মাথাভাঙ্গা মনিটর: কখনও দীপিকা পাড়ুকোন, কখনও বা ক্যাটরিনা কাইফের সাথে নাম জড়িয়েছে রণবীর কাপুরের। একেক সময় একেক জন নায়িকার সাথে রণবীরের প্রেম নিয়ে গসিপ হয়েছে মিডিয়ায়। সে সম্পর্ক ভেঙেও গেছে। ব্রেকআপের খবরে সরগরম ছিলো বলিউড মিডিয়া। আবার নতুন গার্লফ্রেন্ডকে নিয়েও জল্পনা হয়েছে। এ সবের মধ্যে নতুন করে রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে বোমা ফাটালেন রণবীর স্বয়ং। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর বলেন, ‘এই প্রথম বার আমি সিঙ্গেল। আর বিষয়টা বেশ এনজয় করছি। নিজের জন্য অনেকটা সময় পাওয়া যায়। কারও সঙ্গে দেখাও করছি না।’ রণবীর আরও জানান, ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেদের সাথে কথা শুরু হলেই তারা নাকি নায়িকাদের নিয়ে কথা বলতে থাকেন। এই মুহূর্তে সেটা নায়কের একেবারেই পছন্দ হচ্ছে না। সম্প্রতি মুক্তি পাওয়া ‘জাগ্গা জসুস’ বক্স অফিসে আশানুরূপ সাফল্য না পাওয়ার পরেও খুব বেশি হতাশ নন রণবীর। নিজেকে এভাবেই সান্তনা দিচ্ছেন কিনা-সেটাই নতুন প্রশ্ন।