মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলার রসিকপুর গ্রামে গতকাল সোমবার রাত ১১টার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাতদলের সদস্যরা আদম আলীর বাড়ি থেকে সোনার গয়না লুটে নিয়েছে। বাড়ির লোকজন ও প্রতিবেশীদের প্রতিরোধে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়েছে ডাকাতদলের সদস্যরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়সূত্রে জানা গেছে, রসিকপুর গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে আদম আলীর বাড়িতে ডাকাতদলের সশস্ত্র সদস্যরা প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে। এ সময় আদম আলীর ছেলে সেলিম হোসেনের স্ত্রীর কান থেকে দুটি সোনার গয়না ও গলা থেকে একটি চেন ছিনিয়ে নেয়। তাদের চিৎকারে প্রতিবেশীরা জড়ো হয়ে প্রতিরোধ করে। ডাকাতদলের সদস্যদের লক্ষ্য করে তারা ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় ৫/৬টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় ডাকাতদল। তবে ফাঁকা স্থানে বোমা বিস্ফোরণ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন রসিকপুর গ্রামের কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।