মেহেরপুর অফিস: মেহেরপুর দারুল উলুম আহমদীয়া ফাজিল মাদরাসার নতুন অধ্যক্ষ হিসেবে ওয়াজেদ আলী যোগদান করেছেন। গতকাল শনিবার দুপুরে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অধ্যক্ষ ওয়াজেদ আলীর হাতে দায়িত্ব হস্তান্তর পত্র তুলে দেন। ওয়াজেদ আলী গাংনী উপজেলা শহরের র্যাব ক্যাম্পপাড়ার মোহাম্মদ আলীর ছেলে। ওয়াজেদ আলী ১৯৮৯ সালে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে কামিল, ১৯৯১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিনে স্নাতক ও ১৯৯৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে স্নাতকোত্তর ডিগ্রি এবং ২০০৯ সালে বিএড ডিগ্রি লাভ করেন। তিনি সদর উপজেলার ইসলামনগর মাদরাসায় প্রথম চাকরি জীবন শুরু করেন। পরে ২ হাজার সালে গাংনী সিদ্দিকীয়া মাদরাসায় সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি এক পুত্র ও এক কন্য সন্তানের জনক। অধ্যক্ষ ওয়াজেদ আলী বলেন, মেহেরপুর দারুল উলুম আহমদীয়া ফাজিল মাদরাসাকে তিনি মডেল মাদরাসায় রুপান্তরিত করতে চান। এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।