দামুড়হুদায় জাতীয় স্কুল-মাদরাসা ফুটবলে বালিকাদের সেমিফাইনাল অনুষ্ঠিত

 

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ৪৬তম জাতীয় স্কুল-মাদরাসা গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতায় বালিকাদের সেমিফাইনালের খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে দামুড়হুদা স্টেডিয়ামে কার্পাসডাঙ্গা বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মধ্যে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় টাইব্রেকারে ফলাফল নির্ধারিত হয়। টাইব্রেকারের কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ২-১ গোলে দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়। এরপর দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজ ও কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলে দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়। খেলায় রেফারি ছিলেন সৈয়দ মাসুদুর রহমান খোকন, তিতুয়ার রহমান ও রাসেল। দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ইমতিয়াজ হোসেন, শিক্ষক আবুল কালাম, সদস্য ইমরান আকাশ ওরফে ইমান আলী, কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের শামিম আহম্মেদ, উজ্জ্বল হোসেন, রফিকুল আলম, সাবেক মেম্বার আবুল হাসেমসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। আজ রোববার বিকেল ৩টায় একই মাঠে মদনা মাধ্যমিক বিদ্যালয় ও নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের ছেলেদের এবং বিকেল ৪টায় কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয় ও কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মেয়েদের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।