মাথাভাঙ্গা মনিটর: গল টেস্টে একদিন হাতে রেখেই ৩০৪ রানের বড় ব্যবধানে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে দিলো সফরকারী ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে সবচেয়ে বেশি রানের ব্যবধানে জয়ের রেকর্ড গড়লো কোহলির দল। আর রানের হিসেবে ভারতের বড় জয়ে এটি রেকর্ড বুকে চতুর্থস্থানে রয়েছে। সিরিজের প্রথম ম্যাচ জয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো বিরাট কোহলির দল। ৩ উইকেটে ১৮৯ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছিলো ভারত। অভিনব মুকুন্দ ৮১ রানে ফিরলেও, ৭৬ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক কোহলি। চতুর্থ দিন নিজের ৫৮তম টেস্টে ১৭তম সেঞ্চুরির দেখা পেলেন কোহলি। তিন অঙ্কে পা দিয়েই ভারতের ইনিংস ঘোষণা করেন কোহলি। ৩ উইকেটে ২৪০ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কার সামনে ৫৫০ রানের টার্গেট ছুঁড়ে দেয় ভারত। ৫টি চার ও ১টি ছক্কায় ১৩৬ বলে ১০৩ রানে অপরাজিত ছিলেন কোহলি। অন্যপ্রান্তে ২৩ রানে অপরাজিত ছিলেন আজিঙ্কা রাহানে। ৫৫০ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে শুরুতেই বিপদে পড়ে শ্রীলঙ্কা। ২৯ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসে তারা। এরপর জুটি গড়ার চেষ্টা করেছিলেন ওপেনার দিমুথ করুণারত্নে, কুশাল মেন্ডিস ও উইকেটরক্ষক নিরোশান ডিকবেলা। মেন্ডিস ৩৬ রান করে ফিরলেও, করুণারত্নে ও ডিকবেলা হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়েছেন। করুণারত্নে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে ৯৭ রানে থামেন। আর ডিকবেলা করেন ৬৭ রান। এরপর আর কোন ব্যাটসম্যান বড় ইনিংস খেলতে না পারলে ২৪৫ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ভারতের পক্ষে অশ্বিন ও জাদেজা ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন ভারতের ওপেনার শিখর ধাওয়ান। আগামী ৩ আগস্ট কলম্বোতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।