টেস্ট অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন আমির

 

মাথাভাঙ্গা মনিটর: টেস্ট ক্রিকেট থেকে অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। সংক্ষিপ্ত ভার্সনে ক্যারিয়ারকে দীর্ঘায়িত করতে আমির টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর কথা ভাবছেন বলে কিছুদিন আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছিলো। তবে এবার নিজেই এ ধরনের গুঞ্জনের অবসান ঘটালেন বাঁ-হাতি এ ফাস্ট বোলার। আমির বলেন, ‘এ ধরনের গুজবের ভিত্তি কি আমি জানি না। আমি ফিট, সামর্থ্যবান, আমার স্বাস্থ্যগত কোনো সমস্যা নেই এবং ক্রিকেটের কোন ভার্সন থেকে এখনই অবসর নেয়ার কোন ইচ্ছে আমার নেই। ইতঃপূর্বে আমি বলেছিলাম, একজন ক্রিকেটার হিসেবে আপনাকে নিজের শরীরের দিকে লক্ষ্য রাখতে হবে এবং ফিটনেস লেবেল নিয়ে সজাগ থাকতে হবে। আমার এমন বক্তব্যকেই কেউ কেউ আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চাই বলে গুঞ্জন ছড়িয়েছে।’ তিনি আরো বলেন, ‘এটা একদম মিথ্যা এবং যত দিন পর্যন্ত ফিট থাকব ততদিন আমি সব ভার্সনেই খেলতে চাই।’

২০১০ সালে পাকিস্তান দলের ইংল্যান্ড সফরে লর্ডস টেস্টে ইচ্ছাকৃত নোবল করে দোষী সাব্যস্ত হওয়ায় আমির, তার তৎকালীন অধিনায়ক সালমান বাট এবং আরেক পেসার মোহাম্মদ আসিফ পাঁচ বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হন। নিষিদ্ধাদেশ কাটিয়ে গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে পাকিস্তানের হয়ে এ পর্যন্ত ১৪ টেস্টে ৪৩ উইকেট শিকার করেছেন আমির। যা তার অসাধারণ প্রত্যাবর্তনের প্রমাণ পাওয়া মেলেনা।তবে বাঁ-হাতি এ বোলার জানান, তিনি নিজের সেরা ফর্মে ফেরার আভাস পাচ্ছেন।