মেহেরপুর স্টেডিয়ামপাড়ায় ডিবির সফল অভিযান
মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়া থেকে অর্ধ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ ইমান আলী (৩৫) নামের এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি বাবুল আক্তারের নেতৃত্বে সঙ্গীয় ডিবি সদস্যরা ইমান আলীর বাড়িতে এ অভিযান চালান।
মেহেরপুর পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম দৈনিক মাথাভাঙ্গাকে জানিয়েছেন, ইমান আলী একজন চোরাকারবারী। তার বাড়ির মধ্যে বস্তাবন্দি অবস্থায় বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করা হয়। মূল্যবান ট্যাবলেট ও ইনজেকশনসহ বিভিন্ন প্রকার ওষুধ জীবনরক্ষাকারী বলে প্রাথমিকভাবে জানা গেছে। গণনা শেষ হলেই এর প্রকৃত মূল্য জানা যাবে। তবে আনুমানিক অর্ধ কোটি টাকা হবে বলে ধারণা করছে পুলিশ। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ইমান আলীর জামাই হিরা। সে এ ঘটনার সাথে জড়িত বলে জানিয়েছেন পুলিশ সুপার। চোরাকারবারীচক্র মেহেরপুর কোনো সীমান্ত দিয়ে এগুলো এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য রেখেছিলো। ইমান আলী ও তার জামাই হিরার নামে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ডিবিসূত্রে জানা গেছে।