দর্শনা অফিস: দর্শনা রামনগর সরদারপাড়া মন্দির থেকে পুরোনো শিলা পাথর চুরির ঘটনা ঘটেছে। সরদারপাড়ার আদিবাসিদের কাছ থেকে জানা গেছে, ওই মন্দিরে আদিবাসিরা বহু আগে থেকে তারা শিবপূজা করে আসছিলো। এক সময় পাথর দুটি বাইরে রাখা হলেও সম্প্রতি মন্দিরের ভেতরে রাখা হয়। গত মঙ্গলবার রাতে চোরেরা মন্দির থেকে পাথর দুটি চুরি করে পালিয়েছে। এ খবর পেয়ে বুধবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার আ. মোমেন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শোনিত কুমার গায়েন পরিদর্শন করে। এ ঘটনায় দর্শনা পুলিশ গতকাল বৃহস্পতিবার দামুড়হুদার পারকৃষ্ণপুর হালদারপাড়ার বাদল হালদারের ছেলে গোপাল হালদারকে (৪০) গ্রেফতার করেছে। দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শোনিত কুমার গায়েন বলেছেন, গোপালকে শিলা পাথর চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এদিকে পাথর চুরির ঘটনায় গতকাল বিকেলে চুয়াডাঙ্গা জেলা হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ঘটনার বর্ণনা শোনেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের সহসভাপতি কিশোর কুমার কু-ু, সাধারণ সম্পাদক জয়ন্ত সিংহ, দর্শনা হিন্দু পরিষদের নেতা মন্দির কমিটির সভাপতি উত্তম রঞ্জন দেবনাথ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক স্বরুপ দাস।