মধুখালী সংবাদদাতা: ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার হিরা (১০) নামে এক কন্যাশিশুকে মারপিট করে হত্যার অভিযোগ বাবা হারুন শেখকে আটক করেছে পুলিশ। বাবা হারুন সেখ বৃহস্পতিবার বিকেলে মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিজের মেয়ের লাশ ফেলে রেখে পালিয়ে যায়। মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুরমর্গে প্রেরণ করা হয়। পরে হারুন সেখকে থানা পুলিশ আটক করে। মধুখালী ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হারুন সেখ তার তৃতীয় শ্রেণি পড়ুয়া শিশু কন্যা পকেট থেকে ৩৫ টাকা নেয়ার কারণে তার মেয়ে হিরাকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে সন্ধ্যায় হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয় এবং হারুনকে আটক করা হয়েছে।