স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা কোর্টপাড়ার মাহাতাব হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…………রাজেউন)। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর গতরাত ৯টায় তিনি নিজ বাড়িতে মারা যান। মাহাতাব হোসেন ছিলেন সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত অ্যাড. ইউনুচ আলীর চতুর্থ পুত্র। মৃত্যুকালে তিনি এক ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মাহাতাব হোসেন রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, কোর্ট জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক ছিলেন। এছাড়া জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখতেন। আজ বাদজুম্মা চুয়াডাঙ্গা কোর্ট জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে জান্নাতুল মওলা কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে বলে পারিবারিকসূত্রে জানা গেছে।