কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কের বাস ট্রাকের মুখোমুখী সংঘর্ষের ঘটনায় ১০জন আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কের নলখোলা বালুরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া মডেল থানার এএসআই আতিকুর রহমান জানান, দুপুরের দিকে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এ সময় অন্তত ১০ যাত্রী আহত হয়। তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। এ ঘটনায় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রীরা ভোগান্তীতে পড়ে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, দুর্ঘটনায় আহত কয়েকজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।