স্টাফ রিপোর্টার: ১৪ পিস ইয়াবাসহ ডিবি পুলিশের কাছে আটক দৌলতদিয়ার বঙ্গজপাড়ার হাসিব (২০) । ডিবি পুলিশের এসআই জগদিশ বসু গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ দৌলতদিয়ার মার্কাসপাড়ার জিনারুল শেখের চায়ের দোকান থেকে গতরাত সোয়া ১২টার দিকে ১৪ পিস ইয়াবাসহ হাসিবকে (২০) আটক করে। হাসিব দৌলতদিয়ার বঙ্গজপাড়ার খোকার ছেলে। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।