মাথাভাঙ্গা মনিটর: ভারতকে ৯ রানে হারিয়ে নারী বিশ্বকাপে চতুর্থবারের মতো শিরোপা জিতলো ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ৭ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ভারত ২১৯ রানে অলআউট হয়ে যায়। ৩ উইকেটে ১৯১ রান করলেও মাত্র ২৮ রানে বাকি সাতটি উইকেট পড়ে যায় ভারতের। ফলে ৯ রানে ভারতকে পরাজিত করে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ান ইংল্যান্ড নারী ক্রিকেট দল।