স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা মসজিদপাড়ার মামুন জোয়ার্দ্দারের স্ত্রী চিন্তা খাতুন সাথী পেটে জোড়া লাগা জমজ সন্তান প্রসব করেছেন। গতকাল রোববার বিকেলে চুয়াডাঙ্গার উপশম নার্সিং হোমে ডা. জিন্নাতুল আরা অস্ত্রোপাচার করে পেটে জোড়া লাগা জমজ কন্যা সন্তান ভুমিষ্ঠ করেন। মামুন জোয়ার্দ্দার স্ত্রী ও প্রথম সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে ফার্মপাড়ায় বসবাস করে আসছেন। জমজ ও জোড়া লাগা সন্তান হওয়ায় মহা দুশ্চিন্তায় পড়েছেন চিন্তা খাতুনের স্বামী মামুন। তিনি বলেছেন, জানি না, এখন কিভাবে দু কন্যাকে পৃথক করে সুস্থ রাখবো। কারণ, আমরা দরিদ্র।