আসমানখালী প্রতিনিধি: চুয়াডাঙ্গা আলমডাঙ্গার বড়গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসসহ একজনকে আটক করেছে। আটককৃতকে মালামালসহ আলমডাঙ্গা থানায় দেয়া হয়েছে। আটক ব্যক্তি আসমানখালী নান্দবার গ্রামের ইনামুল হক। সে মাদককারবারী।
পুলিশ বলেছে, পরশু সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ পিস ইয়াবা ও ২০ পুরিয়া গাঁজাসহ ইনামুলকে আটক করা হয়। তাকে আলমডাঙ্গা থানায় মামলাসহ হস্তান্তর করা হয়েছে। সে মৃত বাহাদুর আলীর ছেলে। বড়গাংনী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাসুদুর রহমান ও এএসআই ইসলাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান। গতকাল রোববার তাকে আলমডাঙ্গা থানায় নেয়া হয়। পরে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া করে পুলিশ। অবশ্য আলমডাঙ্গা থানা পুলিশসূত্র বলেছে, আলমডাঙ্গা স্টেশনের নিকট থেকে মাদক নিয়ে বাড়ি ফেরার পথে তাকে আটক করা হয়।