আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার কালিদাশপুর ইউনিয়নের পারকুলার আস্তানাপাড়ার ৫৫ বছর বয়সী এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের দাবি আত্মহত্যা করেছে। পুলিশ এ মৃত্যুর নেপথ্যে রহস্য থাকতে পারে সন্দেহে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের সিদ্ধান্ত নেয়।
জানা গেছে, উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পারকুলা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে শামসুজ্জোহা (৫৫) দীর্ঘদিন ধরে লেফ ও বালিসের কভার বিক্রয় করে বেড়ায়। কয়েক বছর আগে তিনি আলমসাধুর ধাক্কার মারাত্মক আহত হয়ে বাড়িতে পড়ে ছিলো। সুস্থ হওয়ার পর তিনি আবার ব্যবসা শুরু করেন। গতকাল রোরবার সকাল ৬টায় ঘুম থেকে উঠে ভাত খেয়ে বাড়ির পাশে বাগানে যায় শামসুজ্জোহা। সকালে একটু বেলা হলে পাশের বাড়ির একজন দেখতে পায় কে যেনো বাশ বাগানে ঝুলছে। চিৎকার করে লোকজন ডাকাডাকি করে গিয়ে দেখতে পায় বাশের সাথে গলায় ফাঁস দেয়া লাশ ঝুলছে। পরে এলাকাবাসি শামসুজ্জোহার লাশ নামিয়ে থানাতে এসে অপমৃত্যু মামলা দায়ের করেন। পরে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। আজ চুয়াাডাঙ্গা সদর হাসপাতালমর্গে পাঠানো হবে। গলায় ফাঁস দিয়ে নিহত শামসুজ্জোহার দুই ছেলে ও একটি মেয়ে আছে। তারা সবাই বিহাহিত।