ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার ৩ নং সাগান্না ইউনিয়নের বৈডাঙ্গা ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। গতকাল বিকেল ৪টায় সাগান্না ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে অনষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন ভূইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান এসএম আনিচুর রহমান খোকা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম থান আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান মোজাম্মেল শেখ, শহীদুল ইসলাম শহীদা প্রমুখ। অনুষ্ঠানে নুরুল ইসলাম সভাপতি ও রেজাউল ইসলামকে সম্পাদক করে ৫১ সদস্যর কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সী শহীন রেজা সাঈদ।