‘গাছে গাছে সবুজ দেশ, আমার সোনার বাংলাদেশ’ এই স্লেøাগানকে সামনে রেখে সারাদেশে চলছে জাতীয় বৃক্ষরোপণ সপ্তাহ পালন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে শুরু হয়েছে বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি। এই উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে গতকাল শনিবার দামুড়হুদা জয়রামপুরে বৃক্ষপ্রেমী যুবকদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ করেন জেলা জামায়াতের সেক্রেটারি চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী বিশিষ্ট সমাজসেবক মো. রুহুল আমিন।
বৃক্ষরোপণকালে তিনি বলেন পরিবেশের ভারসাম্য রক্ষার পরম বন্ধু গাছ। তাই বেশি বেশি গাছলাগিয়ে সবুজের সমারোহ বৃদ্ধির জন্য সবাইকে আহ্বান জানান। এরপর তার নির্বাচনী এলাকার দর্শনা, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশাসহ সর্বস্তরের মানুষের সাথে গণসংযোগ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অ্যাড. মসলেম উদ্দিন, দর্শনা পৌর আমির মহবুবুর রহমান, জাতীয় মুফাচ্ছির পরিষদের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মাও. আবুজার গিফারি, সাইদুর রহমান, সবিউল ইসলাম সবুজ প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি।