ভ্রাম্যমাণ প্রতিনিধি: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত দুজনকে কারাদ- দিয়েছেন। চুরি ও মাদকসেবনের দায়ে পৃথক দুজনকে করাদ- দেয়া হয়। শহরের এরশাদপুর গ্রামের কফিলউদ্দীনের ছেলে ইয়ামিনকে গতকাল স্থানীয় জনগণ চোরাইকৃত মালামালসহ ধরে আলমডাঙ্গা থানা পুলিশে সোপর্দ করে।
অন্যদিকে আলমডাঙ্গা থানার এএসআই শফিকুল ইসলাম এক অভিযান চালিয়ে পারআলমডাঙ্গা থেকে মাদকসেবনরত অবস্থায় বদর আলীর ছেলে নাজমুলকে গ্রেফতার করেন। পরে তাদের দুজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালত ইয়ামিনকে এক বছর ও মাদকসেবী নাজমুলকে ৩ দিনের কারাদ-ের আদেশ দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান।