মুজিবনগরে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতীয় শোক দিবসের প্রস্ততিসভা

 

মুজিবনগর প্রতিনিধি: স্বেচ্ছাসেবকলীগের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রস্তুতি কমিটির আয়াজনে প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে মুজিবনগর গণপূর্ত রেষ্ট হাউজ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মোলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মতিউর রহমার মতিন। প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু। উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সম্লোলন প্রস্ততি কমিটির যুগ্মআহ্বায়ক আরিফ হোসেন, কাশেদ আলী, বিপ্লব হোসেন, রিপোন, সাইদুর রহমান ও সদস্য সচিব হাবিবুর রহমান প্রমুখ। এছাড়াও স্বেচ্ছাসেবকলীগ ও আ.লীগের নেতা ও কর্মীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।