গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রাম থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে একটি বাঁশ বাগানের মাটির নীচে পুতে রাখা ওই গাঁজা উদ্ধার করে বর্ডার গার্ড ব্যাটলিয়ন বিজিবি ধলা ক্যাম্প। তবে এর সাথে জড়িত কাউকে আটক করা হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি কাথুলী বিওপি কমান্ডার হাবিলদার গোবিন্দ সাহার নেতৃত্বে অভিযান শুরু হয়। এ সময় গ্রামের অদূরবর্তী একটি বাঁশ বাগানে মাটির নীচে পুতে রাখা পলিথিন মোড়ানো ১৬ কেজি গাঁজা উদ্ধার করে বিজিবি জওয়ানরা। তবে গাঁজা মালিককে চিহ্নিত করতে পারেনি বিজিবি। এ ঘটনায় কারো নামে মামলাও হয়নি। তবে নুর হক নামের একজন মাদকব্যবসায়ী ওই গাঁজার মালিক বলে এলাকায় গুঞ্জন চলছে। তার বাড়ি রামকৃষ্ণপুর ধলা গ্রামে। গাঁজা উদ্ধারের স্থান নুর হকের বাড়ির পাশর্^বর্তী। ভারত থেকে গাঁজা এনে সেখানে গোপনে রেখে সুবিধামতো সময়ে অন্য জায়গায় বিক্রি করা হতো বলে ধারণা করছেন এলাকাবাসী। বিষয়টি খতিয়ে দেখতে প্রশাসনের সংশ্লিষ্ঠদের প্রতি দাবি জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।